সোনারগাঁয়ে স্কুলে প্রবেশ করে ছাত্রের উপর শান্ত বাহিনী হামলা
ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে অবস্থিত ল্যারোটরী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র মোস্তাকিম রাব্বি (১৮) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস গ্রামের আঃ হক ছেলে। প্রতিদিনের মতো শনিবার ২৭ মে দুপুরে ক্লাস চলাকালীন অন্য এক ক্লাসের ছাত্রের মাধ্যমে তাকে নিচে যেতে বলে। পরে টিফিন এর সময় ছাত্র মুস্তাকিম রাব্বি স্কুলের নিচে নেমে দেখে ৮/১০জনের ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে । এমতাবস্থায় রাব্বিকে জোরপূর্বক তারা ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। তার চিৎকারে স্কুলের টিচার ও ম্যাডামরা এগিয়ে আসলে তাদেরকে অস্ত্রে ভয় দেখিয়ে উপরে পাঠিয়ে দেয় । এমতাবস্থায় তাকে আরো বেদর মারপিট শুরু করলে তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে গেলে ক্যাডার শান্ত হুকুমে তাকে স্কুল থেকে অন্যত্র নিয়ে মারধরের হুকুম করে। পরে এলাকাবাসীর তোপের মুখে পড়ে শান্ত বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে স্কুলছাত্র মুস্তাকিম রাব্বি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা সেরে সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে তিনি চার জনকে আসামি করে আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি উল্লেখ করেন।
অভিযুক্তরা হলেন, বাড়ি মজলিস গ্রামে ভাড়াটিয়া মাসুমের ছেলে সন্ত্রাসী বরিশাইল্লা ক্যাডার শান্তর ছোট ভাই ১/ সিয়াম ( ২০) বন্ধেরা গ্রামের মজিবুর রহমান এর একমাত্র ছেলে ২/ শেখ আসাদ (২২) ৩/মারুফ (২১) ৪/ হৃদয় ।
অভিযোগ পেয়ে সোনারগা থানার এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে শেখ আসাদ কে গ্রেফতার করে। অন্য আসামীরা পুলিশের উপস্থিতি পেয়ে ঘটনাস্থল থেকে গা ডাকা দেয়।
সোনারগাঁ থানা পুলিশের ঘটনাস্থল ত্যাগ করার পরপরই শান্তবাহিনী বেপরোয়া হয়ে ওঠে। শুরু করে এলাকায় নরকীয় হামলা ভাঙচুর মহাসড়ক অবরোধ। দফায় দফায় সস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দেয়। প্রতিবাদ কারীদের বাড়িঘর ভাংচুর হামলা ও ধাওয়া দেয়। এরপরেই শুরু হয় মোগরা পাড়া আফিয়া পাম সংলগ্ন মহাসড়কে হামলাকারীর পরিবারের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এভাবে রণক্ষেত্রে পরিণত হয় মোগরা পাড়া আসিয়া পাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড। প্রায় ঘন্টা খানিক মহাসড়ক অবরুদ্ধ করে রাখে শান্ত ক্যাডার বাহিনী।
পরে সোনারগাঁ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসআই ইমরানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান বলেন, এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। যারাই এই ঘটনার সাথে জড়িত হয়েছে আমরা সঠিক তদন্ত করে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। এবং যারা ছাত্রের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আর অন্যদেরকে অতিশীঘ্রই গ্রেফতার করে থানায় আনা হবে।
Related Post
সোনারগাঁয়ের লক্ষাধিক টাকার মালামাল ...
নিজস্ব প্রতিবেদকঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মুরগ .....
এড. বারী ভূঁইয়ার উপর হামলার আসামী রবিন ...
এন এম সুজনঃ- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপ .....